সুনামগঞ্জে অনুপ্রবেশের দায়ে ২ ভারতীয় নাগরিক আটক
- দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা
- ০২ জানুয়ারি ২০২৫, ২০:০৮
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দু’জন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবি দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে লাফার্জ বিওপির দায়িত্বপূর্ণ শ্যামারগাঁও এলাকা থেকে তাদের আটক করে।
আটকরা হলেন ভারতের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার কালাটেক গ্রামের তুফান বিশ্বাসের ছেলে নান্টু বিশ্বাস (২২) ও রাজেন্দ্র বিশ্বাসের ছেলে সুবোধ বিশ্বাস (৬৫)।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান বলেন, ‘উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে বিজিবির অভিযানে তাদের আটক করা হয়। আটক দু’জন ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা