সিলেট সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক
- এম জে এইচ জামিল, সিলেট
- ০১ জানুয়ারি ২০২৫, ২১:১৫
সিলেট সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দু’ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক দু’ভারতীয় নাগরিকের মধ্যে একজনের নাম ব্লোমিং স্টার (৩২)। তিনি ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার ওয়ামলিংক এলাকার মৃত কয়াইতের ছেলে। অপর ব্যক্তির নাম লোকাস (৫৫)। তিনি ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার বার্মন টিলা এলাকার মৃত গোমারুর ছেলে।
সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবি গোয়াইনঘাট সীমান্তের দমদমা নামক এলাকার সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের ভেতরে ভারতীয় নাগরিক ব্লোমিং স্টারকে (৩২) এবং কলাউরা এলাকার সীমান্ত পিলার থেকে ৮০০ গজ ভেতরে লোকাসকে (৫৫) আটক করা হয়।
অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক দু’ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান বলে জানায় বিজিবি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা