সিলেটে দেড় কোটি টাকার চোরাইপণ্য আটক
- এম জে এইচ জামিল, সিলেট
- ০১ জানুয়ারি ২০২৫, ১৮:৪৬
সিলেট সীমান্তে চোরাইপণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১ জানুয়ারি) সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা প্রতাপপুর, উৎমা, শ্রীপুর, কালাসাদেক এবং বিছনাকান্দিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাইপণ্য আটক করা হয়। আটক পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, প্রসাধনী, খাদ্যদ্রব্য, চিনি, স্কুটার, রসুন ও পরিবহনে ব্যবহৃত ট্রাক্টর। আটক মালামালের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৪৪ লাখ টাকা।
সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান বলেন, সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানীর মালামাল জব্দ করা হয়েছে। এসব মালামালের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা