কুলাউড়া সীমান্ত দিয়ে পাচারকালে ১ টন রসুন জব্দ
- কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
- ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭:২২
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে এক টন রসুন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন আলীনগর বিজিবি ক্যাম্প কামান্ডার মো: আজগর।
তিনি বলেন, ‘ভারতে গত কয়েকমাসে রসুনের মূল্যবৃদ্ধির ফলে বাংলাদেশের একশ্রেণির মুনাফালোভীরা চীন থেকে আমদানি করা রসুন সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করছে। এ ধরনের খবর পেয়ে সীমান্ত এলাকায় বিজিবি টহল ও নজরদারি বাড়ানোর ফলে চলতি ডিসেম্বর মাসে এক টন রসুন জব্দ করা হয়।’
আলীনগর বিজিবি কামান্ডার মো: আজগর বলেন, ‘চোরাচালানে নতুন যুক্ত হওয়া পণ্যের নাম রসুন। সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানীরা প্রতিদিন ভারতে রসুন পাচারের চেষ্টা চালায়। প্রতি কেজি রসুন বাংলাদেশের খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। আর ভারতে প্রতি কেজি রসুনের বাজারমূল্য ৫০০ টাকা। ফলে রসুন পাচার বেড়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা