০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

বিজিবির অভিযানে দু’দিনে ৪৩ লাখ টাকার পণ্য জব্দ

- ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত দিয়ে পাচারকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে দু’দিনে ৪৩ লাখ টাকার বাংলাদেশী মাছ ও রসুন আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

জানা গেছে, সোমবার রাতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনে বাংলাবাজার (বিওপি) ক্যাম্পের অভিযানে দোয়ারাবাজার উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্তের কলাউড়া ও মৌলারপাড় এলাকা দিয়ে ভারতে পাচারকালে ২৫ লাখ টাকা মূল্যের বাংলাদেশী রসুন ও মাছ আটক করে বিজিবি।

এর আগে, সোমবার রাতে একই এলাকায় অভিযান চালিয়ে ১৮ লাখ টাকার বাংলাদেশী মাছ ও রসুন আটক করা হয়।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান, পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে।


আরো সংবাদ



premium cement