০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

হবিগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ নিহত ৪

- ছবি - ইন্টারনেট

হবিগঞ্জের বাহুবল উপজেলায় আকিজ গ্রুপের নির্মাণাধীন গ্যাস সিলিন্ডার সাব-স্টেশনে বিস্ফোরণে প্রকৌশলীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার ডুবাঐ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বাহুবল থানার ওসি আজিজুর রহমান ঘটনা নিশ্চিত করেছেন।

জানা যায়, উপজেলার ডুবাঐ এলাকায় আকিজ গ্রুপ একটি গ্যাস সিলিন্ডার সাব-স্টেশন নির্মাণ করছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে সাব-স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে কোম্পানির একজন প্রকৌশলীসহ সাতজন দগ্ধ হন। দু’জন ঘটনাস্থলেই নিহত হন। পাঁচজনকে নিয়ে সিলেট ওসমানী মেডিক্যালে যাওয়ার পথে আরো দু’জন মারা যান। আহত বাকি তিনজন সিলেটে চিকিৎসাধীন রয়েছেন। বিস্ফোরণের কারণ জানা যায়নি।


আরো সংবাদ



premium cement