০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

সিলেট আদালতে আ’লীগের ২২ নেতা-কর্মীর আত্মসমর্পণ, জামিন ১৬

জেলা ও দায়রা জজ আদালত সিলেট - ছবি : নয়া দিগন্ত

সিলেটের বিশ্বনাথে ৪ আগস্ট আল হেরা শপিং সিটিতে হামলা ও ভাঙচুরের মামলায় সিলেট আদালতে আত্মসমর্পণ করেছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২২ নেতা-কর্মী। এ সময় ১৬ জনকে জামিন ও ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরের দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক ধ্রুব জ্যোতি পাল শুনানি শেষে এ আদেশ দেন।

বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেল এ বিষয়টি নিশ্চিত করেন। এ সময় আসামি পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট ফাহেমা-আল জহুরা, অ্যাডভোকেট মিনহাজ গাজি ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান।

কারাগারে পাঠানো নেতা-কর্মীরা হলেন মুফতিরগাঁও গ্রামের আইয়ুব আলীর ছেলে উপজেলা যুবলীগ নেতা রাজন আহমদ অপু, জানাইয়া (মশুল্লা) গ্রামের মরহুম আব্দুল কাদিরের ছেলে উপজেলা যুবলীগ নেতা আবুল হোসেন, মুফতিরগাঁও গ্রামের মরহুম ময়না মিয়ার ছেলে উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, কারিকোনা (দূর্গাপুর) গ্রামের আব্দুল মতিনের ছেলে উপজেলা ছাত্রলীগ নেতা ফারাবী ইমন ইসলাম, জানাইয়া (মশুল্লা) গ্রামের ইউনুছ আলীর ছেলে উপজেলা ছাত্রলীগ নেতা মাসুদ আহমদ রিপন, জানাইয়া (মশুল্লা) গ্রামের মরহুম সমর আলীর ছেলে উপজেলা ছাত্রলীগ নেতা কয়েছ আহমদ।

আসামি পক্ষের আইনজীবী ফাহেমা-আল জহুরা বলেন, ‘মামলার ২২ জন আসামি আদালতের কাছে রোববার আত্মসমর্পণ করেন। আদালত ১৬ জনের জামিন মঞ্জুর করেন এবং ছয়জনের নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামিন ব্যক্তিরা হলেন জানাইয়া (মশুল্লা) গ্রামের আব্দুল মালিকের ছেলে উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক রাজন মিয়া, একই গ্রামের সমুজ আলীর ছেলে যুবলীগ নেতা নাসির মিয়া, সফিক মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা কামরান আহমদ, আব্দুল হকের ছেলে পৌর আওয়ামী লীগের সদস্য ইসলাম আহমদ, সমুজ মিয়ার ছেলে আবুল মিয়া, এলাই ওরফে এলায়-এর ছেলে জাকির মিয়া, হাজী রইছ আলীর ছেলে আফিজ আলী, আজফর আলীর ছেলে যুবলীগ নেতা জমির আলী, সরুয়ালা গ্রামের আজিজুলের ছেলে নাহিদ আহমদ, শ্রীধরপুর গ্রামের রুকন আলীর ছেলে সিলেট ল'কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল বাতিন, একই গ্রামের শাহজাহান সিরাজের ছেলে ছাত্রলীগ নেতা রেজা মিয়া, বিশ্বনাথ নতুন বাজারের বাসিন্দা যুবলীগ নেতা হেলাল আহমদ, কামালপুর গ্রামের তোরাব আলীর ছেলে পৌর আওয়ামী লীগ নেতা রাসেল আলী, বিশ্বনাথ নতুন বাজারের বাসিন্দা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, খাইয়াখাইর গ্রামের নিরেশ বর্ধনের পুত্র ছাত্রলীগ নেতা মিল্টন বর্ধন ও দৌলতপুর গ্রামের আলী আকবর মিলনের ছেলে ইমরান আহমদ।

অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেল জানান, ‘আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এর মধ্যে আদালত ১৬ জনের জামিন মঞ্জুর করেন এবং ছয়জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় আগে পাঁচজন গ্রেফতার হয়েছেন ও চারজন জামিনে রয়েছেন।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট বিশ্বনাথ পৌর শহরে আল-হেরা শপিং সিটি ভাংচুর-লুটের অভিযোগে ঘটনার ১৪ দিন পর শপিং সিটির চেয়ারম্যান ছাদেকুর রহমান বাদি হয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৮৩ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ আরো ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়।


আরো সংবাদ



premium cement