০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

নিখোঁজের ৫ দিন পর প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

প্রতীকি ছবি - ছবি - নয়া দিগন্ত

বিয়ানীবাজারে নিখোঁজের পাঁচ দিন পরে নির্জন মাঠের একটি পুকুর থেকে আমিনুল ইসলাম (৩০) নামে
এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার দুপুরে বিয়ানীবাজার উপজেলার লাউতা-তিলপাড়া-মোল্লাপুরের সংযোগস্থলে চান্দলা গ্রাম সংলগ্ন মাঠের মাঝখানে একটি পুকুর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

যুবক আমিনুল ইসলাম পাশের উপজেলা বড়লেখার ৩ নম্বর নিজ বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রামের ইলিয়াস আলীর ছেলে।

পুলিশ জানায়, নিহত যুবক মানসিক প্রতিবন্ধী। তিনি সরকারিভাবে প্রতিবন্ধী ভাতা পেতেন বলে জানিয়েছে তার পরিবার। বাবা ইলিয়াছ আলী ছেলের মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ নেই বলে পুলিশকে জানিয়েছেন।

ইলিয়াস আলী বলেন, তার বুদ্ধি প্রতিবন্ধী ছেলে গত মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিল। তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পর দিন বড়লেখা থানায় একটি সাধারণ ডায়রি করি। রোববার সকালে একটি ভাসমান লাশের খবর পেয়ে ছুটে আসি। এসে আমার নিখোঁজ ছেলের লাশ শনাক্ত করি।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সমেদ আলী বলেন, উদ্ধার লাশে কোনো আঘাতের চিহ্ন নেই। পরিবারেরও কোনো অভিযোগ নেই।


আরো সংবাদ



premium cement