০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

জামালগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় শায়েখ সিদ্দিক আহমদ মাহমুদপুরী আর নেই

- ছবি - নয়া দিগন্ত

সিলেটের প্রখ্যাত আলেমে দ্বীন শায়খে কৌড়িয়া রহমাতুল্লাহি আলাইহির খলিফা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন আল্লামা শায়েখ সিদ্দিক আহমদ মাহমুদপুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার ভীমখালি ইউনিয়নের মাহমুদপুর গ্রামে তার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১০৫ বছর।

তার মৃত্যুতে জামালগঞ্জের সর্বমহলে শোকের ছায়া বিরাজ করছে। আলেম সমাজের পাশাপাশি শোকাহত জামালগঞ্জবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আল্লামা সিদ্দিক আহমদের স্মৃতিচারণে ছেয়ে গেছে। আলেম রাজনীতিবিদ থেকে শুরু করে সব পেশার মানুষ শোকপ্রকাশ করেছেন।

শায়েখ সিদ্দিক আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ। মাওলানা আব্দুস শহীদ জামলাবাদী, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল কাদির, মাওলানা নুরুল ইসলাম বাবর আলী, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মো: আলী আকবর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালিক ও শাহ্ মো: শাহজাহান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ হাবিবুর রহমান ও নায়েবে আমির ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, বর্তমান সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো: লুৎফুর রহমান, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি গোলাম সারোয়ার, ডিমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আখতারুজ্জামান তালুকদার, সাচনাবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মাসুক মিয়া, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: হানিফ মিয়া, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: নুরুল হুদা, বেহেলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন এবং উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো: আলিম উদ্দিন প্রমুখ।

আল্লামা শায়েখ সিদ্দিক আহমদ দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। তিনি এলাকার আটগাঁও মাদরাসাসহ অসংখ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেন।

আজ বিকেল সাড়ে ৪টায় লালবাজার সংলগ্ন পশ্চিমের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষ এ জানাজায় অংশগ্রহণ করে তার বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। জানাজায় ঈমামতি করেন তার ছোট ছেলে মাওলানা মো: সৈয়দ আহমদ। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত করা হয়।


আরো সংবাদ



premium cement
২০২৫ সালে যতগুলো ম্যাচ খেলবে বাংলাদেশ সাবেক মন্ত্রী কামরুল ৪ দিনের রিমান্ডে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর আওয়ামী পন্থী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ড. ইউনূসকে নিয়ে ভারতের জিনিউজের প্রতিবেদন বানোয়াট : প্রেস উইং জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় বিদেশে ডলার নেয়ার সীমা শিথিল থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু ভারতে হোটেল থেকে একই পরিবারের ৫ জনের লাশ উদ্ধার নতুন প্রজন্মের দিকে তাকিয়ে দেশ রাজশাহীতে অপহৃত নারী চিকিৎসক পাবনায় উদ্ধার, আটক ৩ সবাইকে বই দিতে না পেরে শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ সাময়িকভাবে ডাকসুতে জুলাই স্মৃতি সংগ্রহশালা প্রতিষ্ঠার সিদ্ধান্ত

সকল