০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্রীমঙ্গলে ৩০ হাজার কম্বল বিতরণ

-

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার সুস্থতা কামনা করে আজ রোববার শীতার্তদের মধ্যে ৩০ হাজার কম্বল বিতরণ করেছেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি নেতা মহসিন মিয়া মধু।

এর আগে তিনি নিত্যপণ্যের বিনা লাভের বাজার, খামার মূল্যে মোরগ ও ডিম বিক্রি, বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা, ন্যায্যমূল্যের গরুর গোশত বিক্রির দোকান চালুসহ বিগত সরকার পতনের পর সংখ্যালঘুসহ মানুষের জানমালের নিরাপত্তা বিধান, স্থানীয় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন।

জানা য়ায়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌর শহরের বাসিন্দা মহসিন মিয়া মধু বাবার মৃত্যুর পর পরিবারের বড় সন্তান হিসেবে পারিবারিক ব্যবসার হাল ধরেন। পাশাপাশি বিভিন্ন সংগঠনের মাধ্যমে আর্তমানবতার সেবায় নানা সামাজিক কার্যক্রম শুরু করেন। পরে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের হাত ধরে বিএনপি’র রাজনীতিতে সম্পৃক্ত হন। তিন দফায় তিনি শ্রীমঙ্গল পৌরসভার মেয়র নির্বাচিত হন। তিনি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন। ২০০১ সালে তিনি বিএনপি মনোনীত প্রার্থী হয়ে শ্রীমঙ্গল-কমলগঞ্জ (মৌলভীবাজার-৪) আসনে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন।

মহসিন মিয়া নয়া দিগন্তকে বলেন, শ্রীমঙ্গল শীত প্রবণ অঞ্চল হওয়ায় এ বছর শুরুতেই শীতের তীব্রতা বেড়ে যায়। ফলে খেটে খাওয়া দু:স্থ মানুষদের দুর্ভোগ দুর্দশা লাঘবে সিদ্ধান্ত নেই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর সুস্থতা কামনা করে আমি নিজের উদ্যোগে এই শীতবস্ত্র কার্যক্রম উৎসর্গ করি। ইতোমধ্যে ৩০ হাজারের বেশি কম্বল বিতরণ করেছি।

বিএনপির রাজনীতিতে জড়িত থাকার অপরাধে গত ১৬ বছরে তার বিরুদ্ধে ৩০টি হয়রানীমূলক মামলা দায়ের হয়েছে বলে যোগ করেন তিনি।


আরো সংবাদ



premium cement