০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

সিলেটে ‘পানি লাগবো পানি’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

- ছবি - নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শহীদ মুগ্ধ স্মরণে ইউএসএ বাংলা কর্তৃক প্রকাশিত স্মারক গ্রন্থ ‘পানি লাগবো পানি’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের উদ্যোগে ফোরামের প্রতিষ্ঠাতা শাহ মো: সফিনূর সম্পাদিত এ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল অব. আতাউর রহমান পীর প্রধান অতিথির বক্তব্যে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শহীদ মুগ্ধ স্মরণে ইউএসএ বাংলা কর্তৃক প্রকাশিত স্মারক গ্রন্থ ‘পানি লাগবো পানি’ হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে। বড়রা যা পারেনি ছাত্ররা আন্দোলন করে আমাদের সব ধরনের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ইতিহাস রচনা করেছে।

তিনি বলেন, বিগত সরকার মুখে গণতন্ত্র বলে হাজার হাজার মানুষকে গুম-খুন করেছে। আশ্চর্যের বিষয় একজন এমপিও আজ বাড়িতে নেই। আমি এই ঐতিহাসিক গ্রন্থটির সাফল্য কামনা করছি।

ফোরামের সভাপতি লোক গবেষক আবু সালেহ আহমদের সভাপতিত্বে ও প্রভাষক মাসুদ করিমের সঞ্চালনায় নগরীর দরগাগেটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেমুসাস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক নিজাম উদ্দীন সালেহ, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসনের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তোফায়েল আহমেদ ও লিডিং ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান ড. আব্দুল মজিদ মিয়া।


আরো সংবাদ



premium cement