২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাইপণ্য জব্দ - ছবি : নয়া দিগন্ত

সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে কোটি টাকার বেশী ভারতীয় চোরাইপণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ও শনিবার (২৮ ডিসেম্বর) সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

জানা গেছে, বিজিবি ৪৮ ব্যাটালিয়ন সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের কাছে বিছনাকান্দি, তামাবিল, শ্রীপুর, প্রতাপপুর, পান্থুমাই এবং কালাসাদেক বিওপি অভিযান চালিয়ে ভারত থেকে আসা চোরাইপণ্য চিনি, কমলা, সুপারি, মহিষ, শাড়ী, থান কাপড়, ওয়ান পিস জামার কাপড়, শীতের কম্বল, সাবান, মাইফেয়ার ক্রিম, পারফিউম, চকলেট জব্দ করে। আর বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমান রসুন, শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্রা ট্রাক্টর ও পিকআপ জব্দ করে।

জব্দ মালামালের আনুমানিক মূল্য এক কোটি ১৩ লাখ এক হাজার ৮৮০ টাকা বলে জানানো হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে ভারতীয় চোরাইপণ্য জব্দ করে বিজিবি। জব্দ মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’


আরো সংবাদ



premium cement