২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জামায়াত সুনাগরিক গড়ে তুলতে চায় : ফখরুল ইসলাম

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম - ছবি : নয়া দিগন্ত

মানবিক বাংলাদেশ বিনির্মাণে জামায়াত সুনাগরিক গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেন, জামায়াত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চায়। এজন্য জামায়াত একদল সৎ আর্দশবান নাগরিক গড়ে তুলতে কাজ করছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানা জামায়াতের ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে পতিত আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী জামায়াতের ওপর সীমাহীন জুলুম-নিপীড়ন চালিয়েছে। কিন্তু জামায়াত আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেনি। সময়ের ব্যবধানে জামায়াত ময়দানে থাকলেও ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।’

তিনি বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের আপামর জনতার কাছে জামায়াতের ব্যাপারে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। দেশপ্রেমিক জনতাকে জামায়াতের সাথে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস-দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। তাই মাঠ পর্যায়ের দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

থানা আমির মোহাম্মদ শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো: নজরুল ইসলামের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো: আব্দুর রব ও মহানগর জামায়াত নেতা মাওলানা শামছুদ্দিন।

সম্মেলনে উপস্থিত ছিলেন থানা জামায়াতে সহকারী সেক্রেটারি সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপন, থানা সহকারী সেক্রেটারি মাওলানা আহমদ হোসাইন, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী, পাঠাগার ও প্রকশনা সম্পাদক হামিদ বকস মুহিন, প্রচার ও মিডিয়া সম্পাদক আহমদ আল মাসউদ প্রমুখ।

সম্মেলনে থানা জামায়াতের সকল ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
আজারবাইজানি বিমান বিধ্বস্তের আগে ইউক্রেন ড্রোন হামলা চালাচ্ছিল ব্রাজিলে সেতু ধসে নিহত বেড়ে ১০ দূষিত শহরের তালিকায় বিশ্বে দ্বিতীয় ঢাকা ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ আইএসপিআরের সপ্তাহের মাঝামাঝি সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে সীমাবদ্ধতা নিয়ে যা জানালো সরকার পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যার সমাধানে উদ্যোগ নেয়া হয়েছে পরকীয়া প্রেমিকের ধর্ষণের শিকার ইউপি সদস্যের মৃত্যু, গ্রেফতার ১ ১৩ বছর পর দেশে ফিরেছেন কায়কোবাদ অর্থপাচারের ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেয়া হয়েছে : রিজভী সিলেট সীমান্তে ভারতীয়র গুলিতে দু’দিনে ২ বাংলাদেশী নিহত

সকল