সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮
সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাকিল আহমদ (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক শাহাদাত হোসেন (২২)।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে জকিগঞ্জের শরীফগঞ্জ এলাকার হাসিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
শাকিল আহমদ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দি মোকাম মহল্লার জয়নাল আহমদের ছেলে এবং আহত শাহাদাত হোসেন একই গ্রামের মো: সোহাগের ছেলে।
জানা যায়, শাহাদাত হোসেন তার বন্ধু শাকিল আহমদকে নিয়ে কালিগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তার মোটরসাইকেলের পেছনে বসা শাকিল আহমদ ছিটকে পড়ে মারা যান এবং শাহাদাত হোসেন আহত হন। পরে স্থানীয়রা আহত শাহাদাত হোসেনকে উদ্ধার করে সিলেটের রাগীব রাবেয়া হাসপাতালে ভর্তি করেছেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন। লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা