ছাতকে চোরাইপণ্যসহ আটক ২
- এম জে এইচ জামিল, সিলেট
- ২৫ ডিসেম্বর ২০২৪, ১৯:২৫
সুনামগঞ্জের ছাতকে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্যসহ দু’ছাত্রদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (২৫ ডিসেম্বর) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ছাতক লঞ্চঘাট থেকে তাদেরকে আটক করে সেনাবাহিনীর ছাতক ক্যাম্প।
আটকরা হলেন ছাতক উপজেলার বাগবাড়ী গ্রামের মত সিরাজ মিয়ার ছেলে কাওসার আহমদ সেবুল (২৮) ও একই গ্রামের মরহুম এখলাছ মিয়ার ছেলে শহীদুর রহমান রাহেল (২৭)।
আটক হওয়া পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় কোটি টাকা।
আটক দু’জন ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের অনুসারী বলে জানা গেছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান জানিয়েছেন, আটককদের রাতেই থানায় হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা