২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিলেটে আল্লামা সাঈদীর স্মৃতি বিজড়িত তাফসির মাহফিল ৯ জানুয়ারি

সিলেটে মাহফিল উপলক্ষে মতবিনিময় সভা - ছবি : নয়া দিগন্ত

সিলেটে এক যুগের পর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্মৃতি বিজড়িত সরকারি আলিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'আনজুমানে খেদমতে কুরআন সিলেট' আয়োজিত তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল।

আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারি তিন দিনব্যাপী এই তাফসিরুল কোরআন মাহফিল চলবে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত।

ঐতিহাসিক এই মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির, দেশের প্রবীণ ইসলামি স্কলার শায়েখ সাইয়্যেদ কামালুদ্দিন জাফরী। মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে তাফসির পেশ করবেন তরুণ ইসলামি বক্তা ড. মাওলানা মিজানুর রহমান আজহারী।

মাহফিলে আরো তাফসির পেশ করবেন পীরজাদা মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মুফতি আমীর হামজা, মাওলানা সাদিকুর রহমান আজহারী ও মাওলানা আব্দুল্লাহ আল আমীন। এছাড়া মাহফিলে সিলেট বিভাগের বরেণ্য মুফাসসিররা তাফসীর পেশ করবেন বলে জানা গেছে।

এদিকে আনজুমানে খেদমতে কুরআন আয়োজিত এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল সফল করার জন্য সিলেটবাসীকে আহ্বান জানিয়েছেন সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও আইনজীবী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সোমবার রাতে আনজুমানের নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেটের প্রবীন রাজনৈতিক নেতা, লেখক ও অধ্যাপক ফজলুর রহমান, হাফিজ আব্দুল হাই হারুন, ব্যারিস্টার আব্দুল মালিক, হাফিজ মিফতাহ উদ্দীন, মাওলানা আব্দুস সালাম আল মাদানী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, তরুণ রাজনৈতিক নেতা মো: শাহজাহান আলী, জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা মাসুক আহমদ, মাওলানা ইসলাম উদ্দিন, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা আলী হায়দার, মাওলানা ড. সোলায়মান, মাওলানা শামসুদ্দিন, মো: নজরুল ইসলাম, সোহেল আহমদ রিপন ও মো: নুরুল আলম প্রমুখ।


আরো সংবাদ



premium cement
৮ মেগা প্রকল্পের নথি তলব দুদকের প্রত্যেক ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে বিশৃঙ্খলা সৃষ্টির ছক আ’লীগের গণহত্যায় জড়িতদের জায়গা হবে না বিএনপিতে : ফখরুল আশুলিয়ায় লাশ পোড়ানো সাবেক এমপি ও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা আমাদের শাসক আমরা ঠিক করব ভারত নয় : ডা: শফিক প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে হাসিনাকে কোর্টে যেতে ভারতীয় রাষ্ট্রদূতের পরামর্শ স্বতন্ত্র বিচার বিভাগ ও বিচারপতি নিয়োগ কাউন্সিল গঠন দ্বারপ্রান্তে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন চিঠির জবাব পেলে হাসিনাকে ফেরানোর পরবর্তী পদক্ষেপ

সকল