কুলাউড়ায় ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
- কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
- ২৪ ডিসেম্বর ২০২৪, ১৫:২৩
মৌলভীবাজারের কুলাউড়ায় আর্সেনিকমুক্ত নিরাপদ নলকূপ স্থাপনের লক্ষে নলকূপ মিস্ত্রিদের প্রশিক্ষণ কর্মশালা এবং দক্ষ নলকূপ মিস্ত্রীর মাধ্যমে নলকূপ স্থাপন ও পানি পরীক্ষাকরণবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৪ ডিসেম্বর) জেলা পরিষদ মিলনায়তনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উদ্যোগে দু’দিনব্যাপী এ কর্মশালা শেষ হয়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো: মোহসিনের সভাপতিত্বে জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফের ওয়াশ কনসালট্যান্ট মো: জাহিদ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও কর্মশালার মডারেটর ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওবি-ইউনিসেফ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ইফতেখার আলম এবং সিনিওর হাইড্রোজিওলজিস্ট আনিসুর রহমান রানা।
স্বাগত বক্তব্য দেন প্রকল্পের মডারেটর ইফতেখার আলম ও আনিসুর রহমান রানা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের এরিয়া ম্যানেজার আহমেদ চৌধুরী হেলাল। কর্মশালায় এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের ডকুমেন্টেশন এন্ড মনিটরিং অফিসার সাদেক সফিউল্লাহ, প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর আব্দুল আলীম, ইউপি চেয়ারম্যান, সচিব, সাংবাদিক, প্রাইমারী ও হাইস্কুল শিক্ষক, এলাকার ইমাম ও পুরোহিত, ইউপি মেম্বার, স্বাস্থ্য কর্মকর্তা, নলকূপ মিস্ত্রিসহ এ সংশ্লিষ্ট কাজে জড়িতরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা