২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কমলনগরে এক ডাকাতকে গণপিটুনির পর পুলিশে হস্তান্তর

কমলনগরে এক ডাকাতকে গণপিটুনির পর পুলিশে হস্তান্তর - ছবি : প্রতীকী

লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ ইউনিয়নের একটি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাত দলের সেলিম (৩৮) নামে একজনকে আটক করে গণপিটুনির পর পুলিশে হস্তান্তর করেছে এলাকাবাসী।

রোববার রাতে চরপাগলা গ্রামের বশির উল্লাহ হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাত থেকে আটজনের মুখোশধারী ডাকাত দল ওই বাড়ির বেলালের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে বেঁধে স্বর্ণালঙ্কার, মোবাইলসহ পাঁচ লাখ টাকার মালামাল ডাকাতি করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ঘেরাও করে একজনকে আটক করে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশে হস্তান্তর করে।

সেলিম পাশের নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের বলে জানা গেছে।

বাড়ির মালিক জনতা ব্যাংকের অফিস সহায়ক মো: বেলাল হোসেন জানান, তিনি চাকরির সুবাদে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ছিলেন। তার অনুপস্থিতিতে ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তার স্ত্রী ও সন্তানদের জিম্মি করে বেঁধে তিন ভরি ওজনের স্বর্ণালঙ্কার, মোবাইলসহ পাঁচ লাখ টাকার মালামাল লুটে নেয়।

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তহিদুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে সেলিম নামে ডাকাত দলের একজনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার সাথে থাকা সোহাগ ও কামাল নামে আরো দুইজনের কথা স্বীকারোক্তি দিয়েছেন এবং তিনি পাশের নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের বলে জানিয়েছেন।

গণপিটুনির শিকার আহত ওই ডাকাতকে পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement
ভারত শেখ পরিবারের বাইরে অন্য কিছু চিন্তা করতে পারে না : দুদু লাকসাম পৌরসভার প্রশাসক হলেন কাউসার হামিদ পোরশায় ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেফতার ভারতের উত্তর প্রদেশে নিহত ৩ খালিস্তানি নেতা কুলাউড়ায় আগর কাঠ পাচারকালে ট্রাক উদ্ধার সোনাগাজীতে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার মহেঞ্জোদারো আবিষ্কারের কৃতিত্ব জীবদ্দশায় পাননি যে বাঙালি প্রত্নতাত্ত্বিক বছরখানেক সময় পেলে সংস্কার করে যাব : আসিফ নজরুল সীমান্তে বিজিবিকে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার শেখ হাসিনার অনেক গুমের সহযোগী ভারত : রিজভী জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ মাদরাসা শিক্ষার্থী আরাফাতের ইন্তেকাল

সকল