২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সবার সহযোগিতায় দুর্নীতিমুক্ত ও ক্রিয়েটিভ বাংলাদেশ গড়তে চাই : শিশির মনির

সভায় বক্তব্য দিচ্ছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির - ছবি : নয়া দিগন্ত

সবার সহযোগিতায় দুর্নীতিমুক্ত ও ক্রিয়েটিভ বাংলাদেশ গড়তে চাই মন্তব্য করে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, ‘আগামী দিনের দিরাই-শাল্লায় দুর্নীতি থাকবে না, থাকবে না লুটপাট। সকলের সহযোগিতায় আমরা দুর্নীতির বিরুদ্ধে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করব। আমরা মিথ্যার বিরুদ্ধে সত্য, কালোর বিরুদ্ধে সাদা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। যেখানে হিন্দু-মুসলমান ভেদে একটি শান্তির সমাজ গড়ে ওঠবে।’

তিনি বলেন, ‘পিআইসির নামে লুটপাট চলবে না, চলবে না থানার দালালি কিংবা মামলা বাণিজ্য। প্রত্যেক মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান সুযোগ সুবিধা পাবেন। একজন মানুষ উপজেলা হাসপাতালে তার প্রয়োজনীয় চিকিৎসা পাবেন, এলাকার রাস্তাঘাটেও পরিবর্তন আসবে। আমরা এমন রাজনীতি করব, এই রাজনীতি কারো একার পক্ষে করা সম্ভব নয় এজন্যে সকলের সহযোগিতা দরকার।’

রোববার (২২ ডিসেম্বর) সুনামগঞ্জের দিরাইয়ের বিভিন্ন এলাকায় সর্বস্তরের জনসাধারণের সাথে বিকেল ৪টার দিকে দিরাই উপজেলার তারাপাশা মিলনগঞ্জ বাজার ও সন্ধ্যায় আকিলশাহ বাজারে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি রাড়ইল গ্রামে গণসংযোগ করেন। শনিবার বিকেলেও উপজেলার রজনীগঞ্জ (টানাখালী) বাজারে সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় সভা করেন। পরে কর্ণগাও পয়েন্টে মতবিনিময় করে রাতে করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেন। শনিবার সকালে দিরাই উপজেলা হাসপাতাল ও নির্মাণাধীন উপজেলা মডেল মসজিদ পরিদর্শন করেন।

শুক্রবার সন্ধ্যায় দিরাই পৌরসভার মজলিসপুরে আশীষ দাসের বাড়িতে এলাকার হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে মতবিনিময় সভা করেন। এ সময় সভায় স্থানীয় বিশিষ্টজনরা বক্তব্য দেন। এর আগে শুক্রবার বিকেলে তিনি দিরাই বাজারের প্রতিটি দোকানে দোকানে গণসংযোগ করেন।


আরো সংবাদ



premium cement
বাশারকে আশ্রয় দিলেও সব সম্পদ জব্দ করেছে রাশিয়া মণিপুরে হু হু করে ঢুকছে মিয়ানমারের পাচার হওয়া অস্ত্র! রিজওয়ানের নেতৃত্বে ইতিহাস পাকিস্তানের, ঘরের মাঠে ‘প্রথমবার’ চুনকাম দ. আফ্রিকা আজ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন উপদেষ্টা হাসান আরিফ ৪ বিলিয়ন ডলার আত্মসাত : টিউলিপকে জিজ্ঞাসাবাদ নিজের বিমানে ‘ঘুমিয়ে’ পড়েছিলেন বাইডেন! আড়ি পাতায় যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত পেগাসাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ দুবাইয়ে কুয়েত সফরে সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত মোদি তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী চুরিতে মৃত্যুকে যাচাই-বাছাই ছাড়াই সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচার পিটিআইয়ের

সকল