সাংবাদিক তুরাব হত্যায় সুবিচার পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করব : আইজিপি
- এম জে এইচ জামিল, সিলেট
- ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:২০
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত সাংবাদিক তুরাবকে হয়তো আমরা ফিরিয়ে দিতে পারব না, কিন্তু সুবিচার পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করব বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর সদর দফতরে বিভাগের সব ইউনিট কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।
দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক তুরাব নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে ও ক্ষমা চেয়ে তিনি বলেন, এ মামলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ। বর্তমান এসএমপি কমিশনারকে সেই নির্দেশনাই দেয়া আছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার মো: রেজাউল করিম (পিপিএম-সেবা)।
এ সময় র্যাবের অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান ও সিলেট রেঞ্জের ডিআইজি মো: মুশফেকুর রহমানসহ পুলিশের সব দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।