১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মৌলভীবাজারে স্বাধীনতার ৫৩ বছর পর খোলা মাঠে জামায়াতের কর্মী সম্মেলন, থাকছেন আমির

- ছবি : নয়া দিগন্ত

মৌলভীবাজারে স্বাধীনতার ৫৩ বছর পর আগামী শনিবার জেলা জামায়াত আয়োাজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।

জানা গেছে, আগামী শনিবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলাজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মীরা। সম্মেলনকে সফল করতে জেলা থেকে ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ মানুষের কাছে যাচ্ছেন। সাধারণ মানুষের আগ্রহ জন্মেছে এই অনুষ্ঠান ঘিরে।

মৌলভীবাজার জেলা জামায়াত সূত্রে জানা যায়, স্বাধীনতার ৫৩ বছরে উন্মুক্ত মৌলভীবাজারে এমন কোনো সম্মেলন হয়নি। প্রথমবারের মতো খোলা মাঠে সম্মেলন হচ্ছে। সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, এ সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম হবে। সম্মেলন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মৌলভীবাজার জেলার বাসিন্দা জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ জামায়াতের কেন্দ্রীয় ও সিলেট বিভাগের নেতৃবৃন্দ।

সরেজমিনে বৃহস্পতিবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের সম্মেলন স্থলে দেখা গেছে, সেখানে স্টেইজ বাঁধার কাজ চলছে। পাশাপাশি বিরাট প্যান্ডেলের কাজও চলমান। মাঠের বড় অংশ জুড়ে সামিয়ানা বাধা হচ্ছে। লক্ষাধিক মানুষের উপস্থিতি হলেও প্যান্ডেলের ভিতরে ১০ হাজার চেয়ারের ব্যবস্থা হচ্ছে। সেখানে জেলা জামায়াতের বেশ কিছু নেতাকর্মী সম্মেলনের কাজ পরিদর্শনের পাশাপাশি তদারকি করছেন দায়িত্বপ্রাপ্তরা।

সেখানে কথা হয় কবি বদরুল আমিন চৌধুরী সুফির সাথে। তিনি বলেন, ‘ঐতিহাসিক এ সম্মেলনকে কেন্দ্র করে মৌলভীবাজার মানুষের মাঝে স্বতঃস্ফূর্ততা দেখা দিয়েছে। দিনমজুর থেকে শুরু করে সব শ্রেণির মানুষ উন্মুখ হয়ে আছে। এ সম্মেলনটি মৌলভীবাজারে ইতিহাস হয়ে থাকবে।’

শৃঙ্খলা বিভাগের দায়িত্বে থাকা মৌলভীবাজার পৌর জামায়াতের সেক্রেটারি মুর্শেদ আহমদ চৌধুরী বলেন, ‘সম্মেলনকে সফল এবং সার্থক করতে জামায়াতের প্রত্যেক ইউনিট কাজ করছে। লক্ষাধিক মানুষের জন্য সম্মেলন স্থল প্রস্তুত করা হচ্ছে। মৌলভীবাজারের প্রত্যান্ত অঞ্চল, পাড়া-মহল্লায় সকল মানুষ উজ্জীবিত।’

সম্মেলনের ডেকোরেশনের দায়িত্বে থাকা মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের আমির মো: ফখরুল ইসলাম বলেন, ‘ডেকোরেশনের কাজ প্রায় সমাপ্তির দিকে। টুকটাক কিছু কাজ আছে যা কালকের মধ্যে সমাধান হয়ে যাবে। আমরা আশা করছি, একটি সুন্দর কর্মী সম্মেলন মৌলভীবাজারবাসীকে উপহার দিতে পারবো। আমরা মানুষের যে পরিমাণ আগ্রহ দেখছি এখানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।’

মৌলভীবাজার পৌর জামায়াতের আমির হাফেজ তাজুল ইসলাম বলেন, ‘জেলার প্রত্যেকটি এলাকায় সম্মেলনকে কেন্দ্র করে আমেজ বিরাজ করছে। কর্মীরা উজ্জীবিত হয়ে মাঠে ময়দানে কাজ করছে। সম্মেলনে অংশগ্রহণ করার জন্য সক্রিয় ভূমিকা পালন করছে। সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমিরে জামায়াত কথা বলবেন।’

জেলা জামায়াতের সেক্রেটারি মো: ইয়ামীর আলী বলেন, ‘সম্মেলনকে সফল করতে গ্রাম থেকে শহর পর্যন্ত সর্বত্র মিছিল, মিটিং, মাইকিং, প্রচারপত্র সবগুলো ব্যাপকভাবে বিতরণ হচ্ছে। আমরা আশাবাদী দলমত নির্বিশেষে ব্যাপক মানুষের উপস্থিতি হবে। সর্বস্তরের জনগণকে আহ্বান জানাচ্ছি আমিরে জামায়াত মৌলভীবাজার জেলার কৃতি সন্তান। প্রকাশ্যে আমিরে জামায়াতের প্রথম প্রোগ্রামে দলমত নির্বিশেষে অংশগ্রহণ করুন।’

মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান বলেন, ‘২০০৬ সালের পর কর্মী সম্মেলন হচ্ছে। আমরা গর্বিত আমাদের জেলার কৃতি সন্তান আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান এখানে এসে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা রাখবেন। আমিরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজারবাসী উজ্জীবিত। গ্রামে-গঞ্জে, প্রত্যান্ত অঞ্চলে ব্যাপক সাড়া পাচ্ছি।’

মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী বলেন, ‘৫৩ বছর পর মৌলভীবাজার জেলা জামায়াতের কর্মী সম্মেলন হচ্ছে। আমরা দীর্ঘ ১৭ বছরের জুলুম নির্যাতন, নিষ্পেষণ-এর পাশাপাশি সারাদেশের মতো মৌলিক কথা বলার অধিকার হারিয়ে ছিলাম। এ রকম উন্মুক্ত পরিবেশে জেলার সকল মানুষের মাঝে আগ্রহ উচ্ছাস বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পোস্টার, লিফলেট, মাইকিং, ব্যানার, ফেস্টুন, তোরণসহ প্রচার-প্রচারণা চলছে। ২১ তারিখের সম্মেলনে যোগ দিতে জেলাবাসী উদগ্রীব হয়ে আছে।’


আরো সংবাদ



premium cement
‘জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের ওপর টার্গেট কিলিং চালাচ্ছে আ’লীগ’ ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা নতুন করে তদন্তের অভিমত হাইকোর্টের হামজা চৌধুরী এখন বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার বিএনপির আ.লীগের নির্বাচন নিয়ে বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধীদের চলতি বছর পোল্ট্রি ব্রিডার শিল্পে ক্ষতি ৭৫০ কোটি টাকা কর ছাড় নিয়ে আদানির শর্ত লঙ্ঘন, চুক্তি পর্যালোচনা করতে চায় বাংলাদেশ হজ প্যাকেজের বাকি টাকা ১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে দেশ গঠনে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে : তারেক রহমান পুতিন যেকোনো সময় ট্রাম্পের সাথে দেখা করতে প্রস্তুত নারায়ণগঞ্জে গাড়ি চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

সকল