কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
- কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
- ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:২২
মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুলাল আহমদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০ টার দিকে কুলাউড়া-জুড়ী রোডের আছুরীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
দুলাল আহমদ কুলাউড়া উপজেলা জয়চন্ডি ইউনিয়নের দক্ষিন গিয়াসনগর গ্রামের মরহুম শফিক মিয়ার ছেলে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করেছে। গুরুতর আহত অন্যজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুলাল জুড়ী উপজেলা থেকে কাজ শেষ করে বাড়িতে ফেরার পথে এ ঘটনা ঘটে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আপসার সড়ক দুর্ঘটনায় যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা