রাজস্ব আয় বৃদ্ধিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে : নৌ উপদেষ্টা
- জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা
- ১৮ ডিসেম্বর ২০২৪, ২০:২৯
রাজস্ব আয় বৃদ্ধিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে মন্তব্য করে নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বাংলাদেশ-ভারত আমদানি-রফতানি ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রাখতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। সিলেটের সকল স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবসার সহায়ক পরিবেশ বজায় রাখতে ব্যবসায়ীসহ সকল অংশীজনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।’
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সিলেট তামাবিল স্থলবন্দর পরিদর্শন করে তিনি ভারতীয় পাথর-কয়লা আমদানি বিষয়ে অচলাবস্থা নিরসনে স্থানীয় আমদানিকারক ব্যবসায়ী ও অংশীজনের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘তামাবিল স্থলবন্দরে অবকাঠামোগত উন্নয়নে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। চলিত বছরে তামাবিল স্থলবন্দরে বেশ কিছু অবকাঠামো নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে আমদানিকারক ব্যবসায়ীদের সকল সমস্যা চিহ্ণিত করে তিনি সুষ্টু সমাধানের আশ্বাস দেন।’
বৈঠকে বিস্তারিত আলাপ আলোচনার পর ভারতীয় পাথরবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। ফলে ২২ দিন বন্ধ থাকার পর তামাবিল স্থলবন্দরে ভারতীয় পাথর ও কয়লা আমদানি কার্যক্রম স্বাভাবিক হয়ে উঠে। এ সময় স্থলবন্দরে অবস্থান করে ভারতীয় পাথরবোঝাই ট্রাক, গাড়ির ওজন কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।
স্থলবন্দর পরিদর্শনের পর উপদেষ্টা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে তামাবিল ঐতিহাসিক বধ্যভূমিতে শ্রদ্ধা জানান।
এ সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মানজারুল মান্নান, গোয়াইনঘাট উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলাম, সিলেট-৪৮ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাফিজুর রহমান, গোয়াইনঘাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো: তোফায়েল, তামাবিল কাস্টমসের সহকারি কমিশনার গৌরব মহাজন, তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলামসহ সিলেট কয়লা আমদানিকারক সমিতি এবং তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা