১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৯ দিন ধরে লিবিয়ায় নিখোঁজ রেহাদ, সন্ধান চায় পরিবার

৯ দিন ধরে লিবিয়ায় নিখোঁজ রেহাদ, সন্ধান চায় পরিবার - ছবি : নয়া দিগন্ত

ইউরোপের স্বপ্নে দালালের মাধ্যমে পাঁচ বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়ায় পাড়ি জমান বিয়ানীবাজারের রেহাদ আহমদ চৌধুরী (৩২)। কিন্তু গত নয় দিন ধরে তিনি নিখোঁজ। উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নিখোঁজের পরিবার জানিয়েছে, সর্বশেষ গত ৭ ডিসেম্বর রেহাদ আহমদ চৌধুরীর সাথে তাদের ফোনে কথা হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই।

নিখোঁজ রেহাদ আহমদ চৌধুরী বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের সাচান গ্রামের মরহুম সানু মিয়া ও সালেহা বেগম চৌধুরীর দম্পতির তৃতীয় ছেলে। ছেলের সন্ধান পেতে সরকারের কাছে আকুতি জানিয়েছেন তারা।

তার পরিবার জানায়, ইউরোপের স্বপ্নে দালালের মাধ্যমে পাঁচ বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়ায় পাড়ি জমান বিয়ানীবাজারের রেহাদ আহমদ চৌধুরী (৩২)। আশা ছিল একটু স্বাবলম্বী হওয়ার। পরিকল্পনা ছিল ঝুঁকিপূর্ণ সাগরপথে পাড়ি জমাবেন ইউরোপের দেশ ইতালি। এরপর হঠাৎ করে গত নয় দিন ধরে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন তিনি।

নিখোঁজের ছোট ভাই তাহমিদ আহমদ চৌধুরী ভাইয়ের খবর জানতে ছুটছেন এদিক-সেদিক। এখনো জানতে পারেননি তার ভাই কোথায়। তবে ভাইয়ের এক বাংলাদেশী সহকর্মী জসিম জানিয়েছেন, পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

পরিবারসূত্রে জানা যায়, ২০১৯ সালে চার লাখ টাকা খরচ করে লিবিয়ায় পাড়ি জমান রেহাদ আহমদ চৌধুরী। সর্বশেষ ২০২১ সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যেতে চাচ্ছিলেন ইতালিতে। কিন্তু ব্যর্থ হন। এরপর লিবিয়ায় জাবিল ওয়েল সার্ভিস কোম্পানিতে কাজ করতেন। লিবিয়ার দূতাবাস বা কেউ তার খবর জানলে পরিবারের সাথে যোগাযোগ করার আহ্বান জানায় তার পরিবার।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না নয়া দিগন্তকে জানান, আমি আপনার মাধ্যমে খবরটি পেলাম, পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করব, তারা সরকারের সহযোগিতা চাইলে শতভাগ সহযোগিতা করা হবে।


আরো সংবাদ



premium cement
এনামুলের সেঞ্চুরি, মুশফিক-হৃদয়ের ফিফটি; কেমন করলেন শান্ত? আগামীর নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ তারেক রহমানের শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের অ্যাকাউন্টে জমা হয় ৬২৬ কোটি টাকা গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহান হত্যায় গ্রেফতার ৬ ঘিওরে ছাত্রদল নেতা লাভলুর হত্যাকারীদের বিচারের দাবি ইবিতে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে বিক্ষোভ ‘আওয়ামী লীগ লুটপাটের দল’ স্ত্রী-ভাইসহ সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে দুদকের মামলা অর্থনৈতিক স্থবিরতা কাটাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই : রুমিন ফারহানা স্কুলে ভর্তির জন্য নির্বাচিত ৩ লাখ ৬ হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩, বাইডেনের নিন্দা

সকল