১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৯ দিন ধরে লিবিয়ায় নিখোঁজ রেহাদ, সন্ধান চায় পরিবার

৯ দিন ধরে লিবিয়ায় নিখোঁজ রেহাদ, সন্ধান চায় পরিবার - ছবি : নয়া দিগন্ত

ইউরোপের স্বপ্নে দালালের মাধ্যমে পাঁচ বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়ায় পাড়ি জমান বিয়ানীবাজারের রেহাদ আহমদ চৌধুরী (৩২)। কিন্তু গত নয় দিন ধরে তিনি নিখোঁজ। উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নিখোঁজের পরিবার জানিয়েছে, সর্বশেষ গত ৭ ডিসেম্বর রেহাদ আহমদ চৌধুরীর সাথে তাদের ফোনে কথা হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই।

নিখোঁজ রেহাদ আহমদ চৌধুরী বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের সাচান গ্রামের মরহুম সানু মিয়া ও সালেহা বেগম চৌধুরীর দম্পতির তৃতীয় ছেলে। ছেলের সন্ধান পেতে সরকারের কাছে আকুতি জানিয়েছেন তারা।

তার পরিবার জানায়, ইউরোপের স্বপ্নে দালালের মাধ্যমে পাঁচ বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়ায় পাড়ি জমান বিয়ানীবাজারের রেহাদ আহমদ চৌধুরী (৩২)। আশা ছিল একটু স্বাবলম্বী হওয়ার। পরিকল্পনা ছিল ঝুঁকিপূর্ণ সাগরপথে পাড়ি জমাবেন ইউরোপের দেশ ইতালি। এরপর হঠাৎ করে গত নয় দিন ধরে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন তিনি।

নিখোঁজের ছোট ভাই তাহমিদ আহমদ চৌধুরী ভাইয়ের খবর জানতে ছুটছেন এদিক-সেদিক। এখনো জানতে পারেননি তার ভাই কোথায়। তবে ভাইয়ের এক বাংলাদেশী সহকর্মী জসিম জানিয়েছেন, পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

পরিবারসূত্রে জানা যায়, ২০১৯ সালে চার লাখ টাকা খরচ করে লিবিয়ায় পাড়ি জমান রেহাদ আহমদ চৌধুরী। সর্বশেষ ২০২১ সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যেতে চাচ্ছিলেন ইতালিতে। কিন্তু ব্যর্থ হন। এরপর লিবিয়ায় জাবিল ওয়েল সার্ভিস কোম্পানিতে কাজ করতেন। লিবিয়ার দূতাবাস বা কেউ তার খবর জানলে পরিবারের সাথে যোগাযোগ করার আহ্বান জানায় তার পরিবার।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না নয়া দিগন্তকে জানান, আমি আপনার মাধ্যমে খবরটি পেলাম, পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করব, তারা সরকারের সহযোগিতা চাইলে শতভাগ সহযোগিতা করা হবে।


আরো সংবাদ



premium cement
সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ১৯ দিন বন্ধ থাকার পর কুলাউড়া শুল্ক স্টেশনে রফতানি শুরু শিক্ষকসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০ জন বাধ্যতামূলক অবসরে প্রতিদিন বাংলাদেশকে রেকর্ড সংখ্যক ভিসা দিচ্ছে সৌদি আরব সিরাজগঞ্জে শিবিরের উদ্যোগে মাওলানা ভাসানী ক্রিকেট টুর্নামেন্ট ইসরাইলি বন্দীদের মুক্তি না দিলে দেখে নেয়ার হুমকি ট্রাম্পের মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ভারতের যে শহরে ভিক্ষা দিলে হবে মামলা দায়ের নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে : আমীর খসরু গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় চালক নিহত ‘সমন্বিত প্রচেষ্টায় মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বোচ্চ উন্নতি করা সম্ভব’

সকল