জৈন্তাপুরে বাসচাপায় যুবক নিহত
- জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
- ১৬ ডিসেম্বর ২০২৪, ২৩:২৬
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ফতেপুর ইউনিয়নে বাসচাপায় মো: শরীফ উদ্দিন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) তামাবিল মহাসড়কের হরিপুর ৭ নম্বর গ্যাস কূপ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার ফতেপুর ইউনিয়নের লামা শ্যামপুর পাটোওয়া গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পিরেরবাজার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে বিকেল ৪টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শরীফ। পথে মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হলে বাইকের পেছনে বসা শরীফ উদ্দিন ছিটকে মহাসড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিকে থেকে আসা একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করেন। পরে সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হয়ে মারা যান।
তামাবিল হাইওয়ে সিলেট রিজিয়নের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা