আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
- শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
- ১৬ ডিসেম্বর ২০২৪, ১১:০৪
চা বাগান, পাহাড় ও হাওর পরিবেষ্ঠিত দেশের অন্যতম পর্যটন এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। বেলা বাড়ার সাথে সাথে বিজয়ের দিনে সূর্যের তাপ থাকলেও হিমেল বাতাস বয়ে যাওয়াতে শীতের তীব্রতার কমতি নেই। গরম কাপড় গায়ে জড়িয়েই ঘর থেকে বের হচ্ছেন মানুষজন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া এর আগের দিন, রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দেশের সর্বনিম্ন তাপমাত্র শ্রীমঙ্গলে রেকর্ড করার বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো: আনিসুর রহমান নয়া দিগন্তকে জানান, আজ (সোমবার) সকাল ৯টায় শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৬টায় রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা