জনগণের অধিকার রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধ : খন্দকার মুক্তাদির
- এম জে এইচ জামিল, সিলেট
- ১৫ ডিসেম্বর ২০২৪, ২২:৩১
জনগণের অধিকার রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধ মন্তব্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় এলে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়া নিশ্চিত করবে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে মানুষের সমস্যা সমাধান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধ থাকব।’
রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে কয়েস ফাউন্ডেশন ইউকের উদ্যোগে সিলেট সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় সমাজের বিত্তবানদের দরিদ্র জনগণের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রতি বছরই তীব্র শীতে অনেক মানুষ মারা যান, অসুস্থ হয়ে পড়েন। সমাজের বিত্তবান শ্রেণি এগিয়ে এলে মানুষের বেঁচে থাকা সহজ হবে। কয়েস ফাউন্ডেশন ইউকে পক্ষ থেকে এই উপহার আপনাদের প্রতি আমাদের ভালোবাসার প্রকাশ।’
এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন মহানগর জিয়া মঞ্চের সদস্যসচিব সৈয়দ রাজন। এ সময় কয়েস ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কয়েস আহমদের সভাপতিত্বে ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং আনোয়ার ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদের পরিচালনায় শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, ধর্মবিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা