লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন
- শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
- ১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:১০
সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলপথের মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের চারটি বগি বিচ্ছিন্ন হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১টার দিকে ভানুগাছ-শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মধ্যস্থানের লাউড়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রেনটির পিছনের চারটি বগি বিচ্ছিন্ন হয়ে সামনের অংশ বেশ কিছু পথ অতিক্রম করার পর বিষয়টি জানতে পেরে ট্রেনটি পেছনে গিয়ে বিচ্ছিন্ন হওয়া বগিগুলোকে সংযুক্ত করে শ্রীমঙ্গল স্টেশনে এসে পৌঁছে।
এদিকে সামনের অংশ থেকে পিছনের বগিগুলো বিচ্ছিন্ন হওয়ার পর ট্রেনের যাত্রীদের মাঝে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও এ সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, দুপুর ১২টা ৫২ মিনিটের দিকে ভানুগাছ রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনটি শ্রীমঙ্গলের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি লাউয়াছড়ার গভীর বনের ভেতর প্রবেশের পরপরই দুপুর ১টার দিকে পেছনের চার বগি বাফার পয়েন্ট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি ট্রেনে থাকা কর্মকর্তারা চালককে জানালে তিনি ট্রেনটি থামিয়ে পেছনে ফিরে এসে বিচ্ছিন্ন হওয়া বগিগুলোকে সংযুক্ত করে শ্রীমঙ্গলে পৌঁছায়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো: শাখাওয়াত হোসেন নয়া দিগন্তকে বলেন, ‘বাফার পয়েন্টের নাট লুজ হয়ে পাহাড়িকার পেছনের চারটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেগুলো যুক্ত করে শ্রীমঙ্গল স্টেশনে এসে নাটগুলোকে ভালো করে টাইট দিয়ে গন্তব্যের উদ্দ্যেশে শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে যায়। এতে ২০ থেকে ২৫ মিনিট দেরি হলেও ট্রেন চলাচলে তেমন কোনো বিঘ্নতা এবং হতাহতের ঘটনা ঘটেনি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা