নাশকতা মামলায় জামালগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
- সুনামগঞ্জ প্রতিনিধি
- ১৫ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৮
সুনামগঞ্জে নাশকতার মামলায় জামালগঞ্জ উপজেলা মৎস্যজীবি লীগের আহ্বায়ক সফিকুল ইসলাম ভূঁইয়াকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে জামালগঞ্জে তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সফিকুল ইসলাম জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের সংবাদপুর গ্রামের ফজলুল হক ভূইয়ার ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার উপর হামলার অপরাধে সুনামগঞ্জ সদর থানায় নাশকতার অপরাধে মামলার অজ্ঞাত তালিকার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শ ম কামাল হোসেইন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সুনামগঞ্জ সদর থানার নাশকতার একটি মামলায় সফিকুল ইসলাম ভূইয়াকে গ্রেফতার করে সদর থানায় পাঠানো হয়েছে।’
এর আগে জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীমকে ঢাকা থেকে ও জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মো: আ: হককে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা