দোয়ারাবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
- দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা
- ১৫ ডিসেম্বর ২০২৪, ১৬:২৮
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধর্ষণ মামলার আসামি বাছির আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাছির আহমেদ উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মো: শাহাবুদ্দিনের ছেলে।
এর আগে গত ৮ ডিসেম্বর (বুধবার) ধর্ষণের ঘটনায় শনিবার (১৪ ডিসেম্বর) ভুক্তভোগীর ভাই দোয়ারাবাজার থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের কিশোরীর (১৭) সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো তিন সন্তানের পিতা বাছির আহমদের। ঘটনার দিন স্ত্রী বাড়িতে না থাকায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ করেন তিনি। পরে বিবাহ করতে রাজি না হওয়ায় কিশোরী পরিবারের কাছে বিষয়টি জানায়। পরে মামলা হয়।
ধর্ষণ মামলার আসামি বাছির আহমেদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা