কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানসহ ৪ আ‘লীগ নেতা গ্রেফতার
- কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
- ১৫ ডিসেম্বর ২০২৪, ১৬:১৩
মৌলভীবাজার কুলাউড়ায় টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিকসহ চার আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে টিলাগাঁও ইউনিয়ন পরিষদের সামনে থেকে চেয়ারম্যান মালিককে গ্রেফতার করা হয়। অন্যদের শনিবার রাতে উপজেলার টিলাগাঁও ও কমধা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অন্যরা হলেন নুর মিয়া (৪৮), আব্দুল মুনিম সোহেল (৩৮), আব্দুল ওয়াহিদ (৩৭)।
জানা গেছে, তারা সবাই ২৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আপসার জানান, চেয়ারম্যান মালিকসহ চার আওয়ামী লীগ নেতাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা