১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শায়েস্তাগঞ্জে কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থা, শীতবস্ত্রের বিক্রি বেড়েছে

- ছবি : নয়া দিগন্ত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে সূর্যের দেখা মেলেনি সারাদিন, হালকা বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে শায়েস্তাগঞ্জ উপজেলার বিস্তীর্ণ লোকালয়। শীতের দাপটে জবুথবু অবস্থা উপজেলার জনসাধারণের।

এর মধ্যেই ক্রেতাদের ভিড় বেড়েছে শীতবস্ত্র বিক্রির দোকানগুলোতে। ব্যস্ত সময় কাটাচ্ছেন শীতবস্ত্র বিক্রেতারা। শীত নিবারণের উপকরণ কেনাকাটার ধুম পড়েছে বিপণিবিতান থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে। নামীদামী বিদেশী বাহারি কম্বলের দাপটে এতটুকু ব্যাঘাত ঘটেনি লেপ বিক্রিতে।

এদিকে নিত্যনতুন শীতবস্ত্র বিক্রির পাশাপাশি দেদারসে বিক্রি হচ্ছে পুরাতন শীতববস্ত্রও। দোরসে বিক্রি হচ্ছে ভ্যানগাড়িতে রঙিন আলোতে সাজিয়ে শীতকালীন পোশাক-আশাক। গত দুই তিন দিনের কনকনে ঠান্ডা শীত নিবারণ উপকরণের বিক্রি বাড়িয়ে দিয়েছে বহুগুণে।

সরেজমিনে শায়েস্তাগঞ্জ পৌর শহরের বিভিন্ন মার্কেট ও সড়ক সংলগ্ন অস্থায়ী ফুটপাতের দোকানগুলোতে দেখা গেছে, ক্রেতারা যার যার আর্থিক সঙ্গতি অনুযায়ী পছন্দের দোকান থেকে গরম কাপড়, লেপ, কম্বল ইত্যাদি সংগ্রহ করছেন। সকাল থেকে মধ্যরাত র্পযন্ত শিশু থেকে বৃদ্ধ, সব বয়সের ক্রেতার আনাগোনায় মুখরিত বিপণিবিতান ও অস্থায়ী দোকানগুলো।

নারী ক্রেতা নাজনীন আক্তার বলেন, ‘নিজেদের জন্য না হলেও শিশুদের জন্য প্রতি বছর শীতের কাপড় কিনতে হয়, তাই মার্কেটে এসেছি। এবার যে হারে শীত পড়েছে, ঘুরে দেখছি যে দোকানে সুবিধাজনক হবে সেখান থেকেই নিয়ে নেব।’

ফুটপাতের বিক্রেতা আব্দুল আলী বলেন, ‘শীতের তীব্রতা বাড়ায় গরম কাপড়ের বিক্রি বেড়েছে। বিশেষ করে, শিশুদের কাপড়ের চাহিদা বেশি, ব্যবসা ভালোই যাচ্ছে।’


আরো সংবাদ



premium cement
শীতে কাঁপছে চুয়াডাঙ্গা দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল : কাতারের কূটনীতিক চার স্তরের নিরাপত্তা থাকবে জাতীয় স্মৃতিসৌধে : ডিআইজি ঢাকা রেঞ্জ বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারাদেশে বিএনপির র‌্যালি ‘বন্দীদের তালিকা দিতে অস্বীকৃতি হামাসের’ ঢাকায় ৬ দিনব্যাপী নগর কৃষি মেলা শুরু জর্জিয়ার প্রেসিডেন্ট প্রার্থী সাবেক ফুটবলার মিখেইল কাভেলাশভিলি ১১ মাস ধরে সারকারখানায় উৎপাদন বন্ধ, গ্যাসের দাবিতে বিক্ষোভ এশিয়ান ওপেন তায়কোয়ানদোতে সিলভার পেলেন বগুড়ার রুফাইদা র‍্যাবের ক্ষমা প্রার্থনা কি বাহিনীটিকে বিতর্ক মুক্ত করতে পারবে?

সকল