১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এখন দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে : নাসের রহমান

রাজনগরে উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে অতিথিরা - ছবি : নয়া দিগন্ত

এখন দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে মন্তব্য করে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, ‘দেশ ফ্যাসিবাদ সরকারের কবল থেকে মুক্ত হয়েছে। এখন আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।’

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজনগর সরকারি কলেজ মাঠে মৌভীবাজার জেলা বিএনপির আয়োজনে রাজনগরে উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সম্মেলনে অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলকে ঐক্যবদ্ধ করার কার্যক্রম হাতে নিয়েছি। যারা বিএনপি করেন তারা দলের স্বার্থে এক কাতারে আসতে হবে, এক টেবিলে বসতে হবে। দলের দুঃসময়ে যারা বিভিন্ন ধরনের নির্যাতন সহ্য করে দলের জন্য কাজ করছেন তাদের মূল্যায়ন করা হবে। সকলের মতামতের ভিত্তিতে ত্যাগী নেতা-কর্মীকে মূল্যায়নের মাধ্যমে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করা হবে।’

দলীয় সূত্রে জানা গেছে, ‘বিগত ৫ আগস্ট দেশ ফ্যাসিস্ট মুক্ত হলে মৌলভীবাজার জেলা বিএনপিতে আসে পরিবর্তন। বিগত সরকারের পুরো সময় রাজনগরে বিএনপি ছিল দ্বিধাবিভক্ত। সম্প্রতি কেন্দ্র থেকে জেলা বিএনপির কমিটি ভেঙে মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুনকে আহ্বায়ক করে নতুন কমিটি ঘোষণা করার পর মৌলভীবাজার পৌরসভাসহ সাত উপজেলার বিভক্ত বিএনপিকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেয়া হয়। এর ধারাবাহিকতায় বিগত ২৮ নভেম্বর জেলা আহ্বায়ক ফয়জুল করিমের আহ্বানে রাজনগর উপজেলা বিএনপির বিভিন্ন নেতাদের নিয়ে এক সমঝোতা বৈঠক করেন। বৈঠকে সকল পক্ষের ত্যাগী নেতা-কর্মীকে নিয়ে মতামতের ভিত্তিতে উপজেলা বিএনপির কমিটি করা হবে বলে আশ্বাস দিলে সবাই ঐক্যমত্যে আসেন।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান, মোয়াজ্জেম হোসেন মাতুক, মোশারফ হোসেন বাদশা, আব্দুল মুকিত, আশিক মোশারফ, বকসি মিছবাহুর রহমান, মতিন বক্স, ফখরুল ইসলাম, আবেদ রাজা, ফয়সল আহমদ চৌধূরী, হেলু মিয়া, আব্দুর রহিম রিপন, আশরাফুজ্জামান খান নাহাজ, উপজেলা বিএনপি নেতা আব্দু হাকিম বকস সুন্দর, এমরান লতিফ খোকন, আব্বাস আলী, মাহমুদুর রহমান প্রমুখ।


আরো সংবাদ



premium cement

সকল