‘ভারতে বসে হাসিনা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে’
- তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ
- ০৩ ডিসেম্বর ২০২৪, ২০:৪১
ভারতে বসে হাসিনা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে মন্তব্য করে সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কর্মীসভায় বক্তারা বলেছেন, ‘শেখ হাসিনা দীর্ঘ ১৫ বছর স্বৈরাচারী কায়দায় ভোটার বিহীন সরকার প্রতিষ্ঠা করে দেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন। দেশের জনগণ গত ১৫ বছরে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাতে ভোট দিতে পারেনি। এই নির্বাচনগুলো ছিল আইওয়াশ, তারা দিনের ভোট রাতে দিয়ে ভোটের বাক্স ভরে রাখত। তারা উন্নয়নের নামে দেশের জনগণের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে।’
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে জেলা শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মীসভার আয়োজন করা হয়।
এ সময় সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, অ্যাডভোকেট শেরেনুর আলী, সেলিম আহমদ, নাদীর আহমদ, রেজাউল হক, আকবর আলী, ফারুক আহমদ, আ ত ম মিসবাহ, আনসার উদ্দিন, জসিম উদ্দিন লালা, ব্যারিস্টার আবিদুল হক, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, রাকিবুল হাসান দিলু।
এ ছাড়া সভায় আরো বক্তব্য দেন বিএনপি নেতা আলী নুর, জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: উছমানগণী, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল লতিফ, জুবায়ের আহমদ, ইউপি সদস্য ফিরোজ মিয়া, সাবেক ইউপি সদস্য খসরু মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল আউয়াল প্রমুখ।
বক্তারা আরো বলেন, ‘আওয়ামী লীগের এই দীর্ঘ শাসনামলে জালিম সরকার হাজার হাজার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা ও গুম-খুনের রাজনীতি করেছে। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে বিজেপি সরকারের ছত্র-ছায়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পায়ঁতারা করছেন।’
এ সময় বক্তারা সম্প্রতি ভারতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনে উগ্রবাদী সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে এই সমস্ত চক্রান্ত ও ষড়যন্ত্র বন্ধ করতে অন্তর্বর্তী সরকারকে আরো কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান।
তারা বলেন, ‘সুনামগঞ্জের তৃণমূল মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইউনিয়ন থেকে জেলা কমিটিতে মাঠে থেকে যারা ত্যাগ শিকার করেছেন তাদের মূল্যায়ন করা হবে বলে কর্মীসভায় নেতারা আশস্ত করেন।
ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে পুরাতন বাস স্টেশনে বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় সদর উপজেলার নয় ইউনিয়নের এবং সুনামগঞ্জ পৌরসভার বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।