০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ - ছবি : নয়া দিগন্ত

মৌলভীবাজারের রাজনগরে পিকআপভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

সোমবার (২ ডিসেম্বর) রাত ৯টায় মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের মশুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এতে রাফি আহমদ (২২) ও সাকিন আহমদ (২১) নামের দু’যুবক নিহত হন। এ ঘটনায় রাজু ধর (২২) নামে এক যুবক গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রাজনগর থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ২ নভেম্বর সোমবার রাত ৯টার দিকে রাফি আহমদ ও সাকিন আহমদ ও রাজু ধর মোটরসাইকেলযোগে মুন্সিবাজার হতে মৌলভীবাজার যাবার পথে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের মশুরিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী রাফি ও সাকিন নিহত হন।

নিহত রাফি উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রামের সৌদি প্রবাসী নুরুল ইসলামের ছেলে। আর নিহত সাকিন একই ইউনিয়নের হলদিগুল গ্রামের সৌদি প্রবাসী লেবু মিয়ার ছেলে।

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবাশ্বের আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে রাফি ও সাকিন নামে দু’মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আর রাজু চিকিৎসাধীন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল