০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ন ১৪৩১,
`

মৌলভীবাজারে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ২

মুখোমুখি সংঘর্ষে সাকিন আহমদ ও রাফি আহমেদ নামে দু’ তরুণ নিহত হয়েছেন - ছবি : নয়া দিগন্ত

মৌলভীবাজারের রাজনগরে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাকিন আহমদ (১৯) ও রাফি আহমেদ (২১) নামে দু’ তরুণ নিহত হয়েছেন।

সোমবার (২ ডিসেম্বর) রাতে রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মশরিয়া মাদরাসার কাছের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিন আহমেদ রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের হলদিগুল ও রাফি আহমেদ সুপ্রাকান্দি গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তারা মোটরসাইকেলযোগে নিজ এলাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছিল। রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মশুরিয়া নামক স্থানে রাজনগর থেকে ফেঞ্চুগঞ্জের পথে যাওয়া পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দু’জন নিহত হন। পুলিশ মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, ‘নিহত দু’জন খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা মারা যান।’

রাজনগর থানার ওসি শাহ মোহাম্মদ মুবাশ্বির ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। আমরা পিকআপ ভ্যান ও মোটরসাইকেল উদ্ধার করেছি। ঘটনার পর থেকেই পিকআপচালক পলাতক রয়েছেন।’


আরো সংবাদ



premium cement
মুক্তিযুদ্ধ চূড়ান্ত অধ্যায়ে রূপ নেয় সারা দেশে গুম খুনে জড়িতদের বিরুদ্ধে মামলা করছে বিএনপি ভারতের শোষণমূলক কর্মসংস্কৃতিতে বিপর্যস্ত মধ্যবিত্ত পাঠ্যবইয়ের আগেই বাজারে আসছে নিষিদ্ধ নোট গাইড ২ মাসের মধ্যে ভোটার তালিকার খসড়া চূড়ান্ত হবে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ২০ কোটি মানুষ প্রস্তুত : হেফাজতে ইসলাম ঘোষণাতেই চট্টগ্রাম বন্দরে ২০ কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক প্রকল্পে ব্যয় বাড়ানো হয় ৮০০ কোটি টাকা পার্বত্য চুক্তির পুন-মূল্যায়ন ও সন্তু লারমার পদত্যাগ দাবি মুয়াজ্জিনসহ ৬ জন নিহত আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলার নিন্দা বিভিন্ন সংগঠনের

সকল