০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ন ১৪৩১,
`

মৌলভীবাজারে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ২

মুখোমুখি সংঘর্ষে সাকিন আহমদ ও রাফি আহমেদ নামে দু’ তরুণ নিহত হয়েছেন - ছবি : নয়া দিগন্ত

মৌলভীবাজারের রাজনগরে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাকিন আহমদ (১৯) ও রাফি আহমেদ (২১) নামে দু’ তরুণ নিহত হয়েছেন।

সোমবার (২ ডিসেম্বর) রাতে রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মশরিয়া মাদরাসার কাছের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিন আহমেদ রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের হলদিগুল ও রাফি আহমেদ সুপ্রাকান্দি গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তারা মোটরসাইকেলযোগে নিজ এলাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছিল। রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মশুরিয়া নামক স্থানে রাজনগর থেকে ফেঞ্চুগঞ্জের পথে যাওয়া পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দু’জন নিহত হন। পুলিশ মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, ‘নিহত দু’জন খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা মারা যান।’

রাজনগর থানার ওসি শাহ মোহাম্মদ মুবাশ্বির ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। আমরা পিকআপ ভ্যান ও মোটরসাইকেল উদ্ধার করেছি। ঘটনার পর থেকেই পিকআপচালক পলাতক রয়েছেন।’


আরো সংবাদ



premium cement
চোরতন্ত্রে পরিণত হয় দেশ বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা বিএনপি ক্ষমতা পেলে ফ্যামিলি ও ফার্মার্স কার্ড দেয়া হবে পশ্চিমতীরকে যুক্ত করে নিতে ইসরাইলের খসড়া পরিকল্পনা তৈরি দেশ স্থিতিশীল রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : ডা: শফিক তাঁবেদার রেজিম উৎখাতে ভারতের নীতিনির্ধারকরা এখন বেসামাল বাংলাদেশী সংখ্যালঘুদের দলে দলে ভারত পালানোর তথ্য সঠিক নয় ৫ আগস্টের পর ভারতের সাথে সম্পর্কে সমস্যা চলছে : পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে মোদির কাছে আবদার মমতার মুক্তিযুদ্ধ চূড়ান্ত অধ্যায়ে রূপ নেয়

সকল