সিলেটে ট্রাক চাপায় সিএনজিচালক নিহত
- এম জে এইচ জামিল, সিলেট
- ০১ ডিসেম্বর ২০২৪, ১৬:৪১
সিলেটে-সুনামগঞ্জ মহাসড়কে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক চাপায় শিহাব উদ্দিন (২৬) নামে এক সিএনজিচালককের মৃত্যু হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) রাত ১২টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিহাব উদ্দিন ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও হায়াতপুর গ্রামের মরহুম নুর ইসলামের ছেলে বলে জানা গেছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দিবাগত রাত ১২টার দিকে সুনামগঞ্জ থেকে সিলেটগামী এলপি গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক গোবিন্দগঞ্জ পয়েন্টে প্রবেশের পর রাস্তার মধ্যখানে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজির ওপর উল্টে পড়ে।
এ সময় সিএনজিঅটোরিকশার ভেতরে থাকা তিনজনের মধ্যে দু’জন বেরিয়ে এলেও শিহাব উদ্দিন বের হতে পারেনি। ট্রাকের নিচে চাপা পড়লে স্থানীয় লোকজন উল্টে থাকা গ্যাস সিলিন্ডার সরিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টা পর রাত ১টার দিকে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ সময় দ্রুত সিলেট এম এজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত দেড়টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান এ ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা