জাফলংয়ে টিলার নিচে পর্যটকবাহী বাস, আহত ৩
- এম জে এইচ জামিল, সিলেট
- ২৯ নভেম্বর ২০২৪, ২০:০৫
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটকবাহী বাস টিলার নিচে পড়ে গেছে। এতে আহত হয়েছেন তিনজন।
শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে জাফলংয়ের বিজিবি ক্যাম্পের পাশের উঁচু টিলা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নিচে পড়ে যায়।
জানা গেছে, এতে বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেলেও গাড়ির তিন যাত্রী আহত হয়েছেন। তবে কারো অবস্থা আশঙ্কাজনক নয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সিলেট সিটি করপোরেশন নগর এক্সপ্রেসের একটি বাস ২৩ জন যাত্রী নিয়ে জাফলংয়ের উদ্দেশে রওয়ানা দেন। পরে জাফলং বিজিবি ক্যাম্পে গাড়ি পার্কিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে টিলা থেকে প্রায় ১০ মিটার নিচে যাত্রীসহ পড়ে যায় বাসটি। এতে তিন যাত্রী হালকা আঘাত পেলে তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো: শাহাদাৎ হোসেন বলেন, ‘বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন গাড়িতে থাকা যাত্রীরা। তিনজন সামান্য আঘাত পেয়েছে। তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। যেহেতু এই স্থানটি একটি পাহাড়ি এলাকা, এখানে গাড়ি পার্কিং করার সময় চালকদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা