২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুলাউড়া সীমান্তে বিজিবির হাতে ৮ বাংলাদেশী আটক

কুলাউড়া সীমান্তে বিজিবির হাতে আটক আট বাংলাদেশী - ছবি : নয়া দিগন্ত

মৌলভীবাজারের কুলাউড়ার লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাঠানোর সময় আট বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার লালারচক এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে রাত ৯টার দিকে তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো: মফিজুর রহমান চৌধুরী (৫০), মো: সেলিম ফকির (৩০), মো: সাগর শেখ (১৭), মো: লিটন মোল্লা (২৫), লামিয়া (৭), ফুলি (৩৫), সাথী (২৫) ও তালহা (২)। তারা খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা বলে জানা গেছে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো: জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে কুলাউড়ার লালারচক এলাকার মানবপাচারকারী মো: ওয়াসকুরুনীর বাড়িতে লালারচক বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাঠনোর জন্য আনা আটজন বাংলাদেশী নাগরিককে তার বাড়িতে পাওয়া যায়। পরে তাদেরকে আটক করা হয়।

তিনি আরো জালেন, স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, পাসপোর্টে ছাড়া তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশে মানবপাচারকারী ওয়াসকুরুনীর কথা মতো তার বাড়িতে অবস্থান নেয়।

এ সময় ঘটনাস্থলে ওয়াসকুরুনীকে পাওয়া না গেলেও তাকে আসামি করে থানায় একটি মামলা করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম আপছার নয়া দিগন্তকে বলেন, আটক আসামিদের শুক্রবার সকালে আদালতে পাঠানো হবে।


আরো সংবাদ



premium cement