২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘ফ্যাসিবাদের দোসরদের জামিন হওয়ার বিষয়টি দুঃখজনক’

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম - ছবি : নয়া দিগন্ত

ফ্যাসিবাদের দোসরদের জামিন হওয়ার বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম। তিনি বলেন, শিগগিরই জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচার করতে হবে।

বুধবার (২৭ নভেম্বর) সিলেটের রেজিস্টারি মাঠে মহানগর ছাত্রশিবির আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহিম বলেন, ‘ ফ্যাসিবাদের দোসরদের জামিন হচ্ছে, যা দুঃখজনক। এ দিকে, চট্টগ্রামে আইনজীবী সাইফুলকে হত্যা করা হয়েছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।’

তিনি বলেন, ‘ছাত্রদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব নয়, ঐক্য গড়ে তুলতে হবে। কোনো ট্রাপে পা দেয়া যাবে না।’

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে সিদ্দিক আহমদ বলেন, ‘ইসকন এ দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, এগুলো সুস্পষ্টভাবে ভারতের প্রেসক্রিপশনে হচ্ছে।’

সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর সভাপতি শরীফ মাহমুদ বলেন, ‘জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।’

তিনি বলেন, ‘জুলাইয়ের গণহত্যাকারীদের অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে।’

মহানগর সেক্রেটারি শাহীন আহমদের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সভাপতি তারেক মনোওয়ার, সিলেট জেলা পূর্ব সভাপতি মারুফ আহমদ, জেলা পশ্চিম সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement