প্রয়োজনে ইটনা-মিঠামইন সড়ক ভাঙা হবে : উপদেষ্টা ফরিদা
- এম জে এইচ জামিল, সিলেট
- ২৩ নভেম্বর ২০২৪, ১৯:৫৬
সিলেটের নদ-নদীতে অবাধ পানি প্রবাহ নিশ্চিত এবং বন্যা মোকাবেলায় প্রয়োজনে কিশোরগঞ্জের
ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের কিছু অংশ ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
শনিবার (২৩ নভেম্বর) সকালে সিলেটে ‘হাওরে মৎস্যসম্পদ রক্ষায় স্টেকহোল্ডার্স কনসাল্টেশন ওয়ার্কশপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফরিদা আখতার বলেন, ‘আধুনিকতা ও উন্নয়নের নামে হাওরে অপরিকল্পিতভাবে বাঁধ ও রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে হাওর ও মৎসসম্পদ। এতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় প্রতিনিয়ত বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে।’
এর আগে, কর্মশালায় হাওর অধ্যুষিত সাতটি জেলা থেকে আগত সংশ্লিষ্টরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় হাওর ও মৎস্যসম্পদ রক্ষায় বিভিন্ন দাবির কথাও উল্লেখ করেন তারা।
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামালের সভাপতিত্বে এ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা