সিলেটে অস্ত্র ও মাদকসহ নারী গ্রেফতার
- এমজেএইচ জামিল, সিলেট
- ২২ নভেম্বর ২০২৪, ১৯:৩১
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ হোছনা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
হোছনা বেগম তেলিখাল ইউনিয়নের গৌখালেরপার গ্রামের কাছাব আলীর স্ত্রী।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌখালের পার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধিরা পালিয়ে গেলেও পুলিশ ওই গ্রামের কাছাব আলীর ঘরে অভিযান চালিয়ে হোছনা বেগমকে (৪৫) আটক করে। এ সময় তার দেয়া তথ্যমতে ওই ঘর থেকে একটি বিদেশী পিস্তল, পাঁচ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ আট লাখ ৪৪ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
এর সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক উজায়ের আল মাহমুদ আদনান জানান, ‘অপরাধ এবং মাদকের আস্তানা খ্যাত গৌখালের পার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, পাঁচ কেজি গাঁজা এবং নগদ সাড়ে আট লাখ টাকাসহ হোছনা বেগমকে আটক করা হয়।
এ ঘটনায় তিনজনকে এজাহারনামীয় আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা