কোনো ভাঙাচোরা রাস্তা থাকবে না : সেলিম উদ্দিন
- বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা
- ২২ নভেম্বর ২০২৪, ১৫:০৫
বিয়ানীবাজার-গোলাপগঞ্জের ভাঙাচোরা রাস্তা দীর্ঘদিন মানুষের যন্ত্রণার কারণ তবে আগামীতে এই এলাকার কোনো রাস্তাই ভাঙাচোরা থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ঢাকা মহানগরীর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
শুক্রবার সকালে বিয়ানীবাজার পৌর-শহরের উত্তর বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিয়ানীবাজারে বিপদগ্রস্ত শ্রমিক ও অসহায় মানুষের জন্য কল্যাণ ফান্ড গঠন করার কথা উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন, ‘কর্মহীন মানুষের জন্য কর্জে হাসানা ব্যাংকিংয়ের পদ্ধতি চালু করবেন। এছাড়া দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ফান্ডের সহায়তায় ৫০ শতাংশ খরচ কমিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করবো।’
বিয়ানীবাজার-গোলাপগঞ্জে মানুষের গ্যাস নিয়ে যে আক্ষেপ তা ঘুচাতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলবেন জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘মানবসেবাই হচ্ছে আল্লাহর ইবাদত, তাই মানবসেবা এবং সমাজসেবায় এগিয়ে আসতে হবে সবাইকে। মানুষের বিপদে-আপদে জামায়াতের সব কর্মীকে প্রথমেই এগিয়ে আসতে হবে। মানুষকে সেবা দিলে, মানুষজন আপনাকে আপন করে নিবে।’
এ সময় তিনি বিগত জুলাই-আগস্টে অনুষ্ঠিত ছাত্র জনতার আন্দোলনের শহীদ আবু তুরাবসহ সবার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পরেন। বাংলাদেশকে মেধাশূন্য করতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ মেধাবী ছাত্র ও পরিশ্রমী মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে, তবুও থেমে থাকেনি অধিকার আদায়ের আন্দোলন। তাইতো তাদের হাত ধরেই বাংলাদেশে আগামীতে এগিয়ে যাবে।
বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি মাওলানা কাজী আবুল কাশেম, সহকারী সেক্রেটারি রোকনুজ্জামান ও পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা ছাদ উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান, জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন।
এছাড়া অন্যদের আরো বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, সিলেট জেলার মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, সিলেট জেলা পূর্বের সভাপতি মারুফ আহমদ, পৌর জামায়াতের আমির মাওলানা জমির হোসেন, ১১ নম্বর লাউতা ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসেন, ১০ নম্বর মুড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ফরিদ আল মামুন, বিয়ানীবাজার উপজেলা শিবির দক্ষিণের সভাপতি আহবাব হোসেন মুরাদ প্রমুখ।
এর আগে খন্ড খন্ড মিছিলে কর্মী সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন ও ইউনিটের বিপুল নেতাকর্মী মিছিল ও স্লোগানের মাধ্যমে যোগ দেন।
নেতাকর্মীরা জানিয়েছেন, দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় হাজারো নেতাকর্মীর মাঝে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা