২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শ্রীমঙ্গলে পলো উৎসবে মানুষের ঢল

শ্রীমঙ্গলে পলো উৎসবে মানুষের ঢল - নয়া দিগন্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পলো দিয়ে মাছ ধরা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মাছ ধরা দেখতে ভিড় জমিয়েছে বিপুল সংখ্যক লোকজন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার ভুনবীর ইউনিয়নের জৈতা ছড়ার দিকে হাইল হাওরের একটি বিলে আয়োজন করা হয় পলো উৎসবের।

দুপুর ১টা পর্যন্ত চলে বিলের মাছ ধরা। এতে কয়েক শ’ শৌখিন মাছ শিকারি অংশ নেয় বলে স্থানীয়রা নয়াদিগন্তকে জানায়। দল বেঁধে কয়েক গ্রামের কিশোর, যুবকসহ বৃদ্ধরাও অংশগ্রহণ করেন এই পলো উৎসবে।

স্থানীয়রা জানায়, এক সময় হাওরের পানি কমলে গ্রামের মানুষ ঠান্ডা পানি উপেক্ষা করে বাঁশের তৈরি বিশেষ আকৃতির পলো দিয়ে নদী-নালা ও খাল-বিলে সারিবদ্ধভাবে মাছ শিকার করত। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই পলো উৎসব। দীর্ঘ দিন পর প্রায় বিলুপ্তির পথে গ্রামীণ এই ঐতিহ্য ধরে রাখতে এই আয়োজন করা হয়েছে।

সকাল থেকেই আশপাশের শৌখিন শিকারিরা বিলের ধারে হইহুল্লোর করে স্বাগত জানায় একে অন্যেকে। কয়েক শ’ মাছ শিকারি জড়ো হওয়ার পর তারা একসাথে পলো নিয়ে নামে মাছ শিকারে। কেউ কেউ আবার জাল হাতেও মাছ শিকারে নামে। ঝপঝপ শব্দের তালে চলতে থাকে পলো বাওয়া। কয়েক ঘণ্টার এই উৎসবে আশপাশের গ্রামের নানা বয়সের লোকজন, শিশু থেকে বৃদ্ধরাও মেতে উঠে মাছ শিকারে।

এ সময় বিলের পাড়ে দাঁড়িয়ে নানা বয়সের উৎসুকরা তাদের মাছ শিকার দেখে। অনেক নারীরাও আসে তা দেখতে। পলো বাওয়া শেষে ভাগ্যবানরা শিকার করা নানা প্রজাতির মাছ নিয়ে বাড়ি ফেরে হাসিমুখে।


আরো সংবাদ



premium cement