২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

২ দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন

সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন - নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে তাকে রিমান্ডের আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: কামরুল ইসলাম।

এর আগে কড়া নিরাপত্তায় সুমনকে হবিগঞ্জের আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) লিটন দাস ব্যারিস্টার সুমনকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষের কোর্ট সাব-ইন্সপেক্টর ও বিএনপি জামায়াত-সমর্থিত আইনজীবীরা ১০ দিন রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরেন।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের জন্য শুনানিতে অংশ নেন। উভয়পক্ষের আইনজীবীদের মধ্যে এ সময় উত্তেজনা বিরাজ করে। প্রায় দুই মিনিটের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম আসামি ব্যারিস্টার সুমনের দু’দিনের রিমান্ড মঞ্জুর করে এজলাস ত্যাগ করেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামিকে রিমান্ডে নেয়ার আগে-পরে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে এবং সাত দিনের মধ্যে রিমান্ডের প্রতিবেদন দাখিল করতে হবে।

ব্যারিস্টার সুমনকে আদালতে হাজির করা হবে এমন সংবাদে বিক্ষুব্ধ ছাত্ররা কোর্ট প্রাঙ্গনে মিছিল করে।

এ সময় তারা সুমনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় ছাত্র-জনতা। সুমনের নির্বাচনী এলাকা চুনারুঘাট মাধবপুর থেকে বিপুল সংখ্যক লোক কোর্ট প্রাঙ্গনে জড়ো হন। রিমান্ড আবেদন শুনানি শেষে তাকে হবিগঞ্জ কারাগারে নেয়া হয়।


আরো সংবাদ



premium cement
‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’ মার্কিন শ্রম প্রতিনিধিদল আসছে শুক্রবার ৬ ঘণ্টা অবরোধের পর মহাখালীর সড়ক ও রেললাইন ছাড়লেন রিকশাচালকরা দেশে ফিরেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান নওগাঁয় পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার ইসরাইলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রাসিকের ১৬১ কর্মীর অব্যাহতি, ৩৮ জনকে শোকজ খালাস পেলেন সোহেল-টুকুসহ বিএনপির ২২ নেতাকর্মী পল্লী বিদ্যুতের সঙ্কট নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান হেফাজত আমিরের ঢাকায় ব্যাটারিচালিতরিকশা বন্ধ করা কতটা কঠিন? শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা, গ্রেফতার ২

সকল