২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শ্রীমঙ্গলে ২ দিনব্যাপী তথ্য মেলা উদ্বোধন

- ছবি : নয়া দিগন্ত

চায়ের দেশখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দু'দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সকালে এই মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকতা মো: আবু তালেব।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) শ্রীমঙ্গলের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেলা উদযাপন কমিটির আহ্বায়ক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু তালেব এর সভাপতিত্বে ও সনাক সদস্য কাজী আসমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ও টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস।

এ সময় বক্তব্য রাখেন সনাকের শ্রীমঙ্গল শাখার সহ-সভাপতি গীতা গোস্বামী। মেলায় স্বাস্থ্য বিষয়ক গণশুনানিতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী।

মেলায় তথ্য নিয়ে অংশগ্রহণ করেছে সরকারি সেবা প্রদানকারী ৩৪টি প্রতিষ্ঠান। এছাড়াও মেলায় কুইজ, বিতর্ক, চিত্রাঙ্কনসহ নানান প্রতিযোগিতায় উপজেলার ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। মেলা চলবে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত।


আরো সংবাদ



premium cement