১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিলেটে ঝটিকা মিছিল : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩ নেতা আটক

- ছবি : নয়া দিগন্ত

কাকডাকা ভোরে সিলেটে ঝটিকা মিছিলকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে নগরীর মধুশহীদ ও এয়ারপোর্ট এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানা শাখার সহ-সভাপতি রাকিবুল হাসান ও তার এক সহযোগী। তাদের কোতোয়ালী থানায় আটক করেছে র‌্যাব।

এর সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এসএসপি মশিহুর রহমান সোহেল।

এদিকে নগরীর মধুশহীদ এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ কর্মী অনিক দেবনাথকে আটক করেছে পুলিশ। তিনি নগরীর রাধাগোবিন্দ মন্দিরের মানিক চন্দ্রনাথের ছেলে। অনিক ছাত্রলীগের রাজনীতি করতেন বলে নিশ্চিত করেছে এসএমপির কোতোয়ালী মডেল থানা পুলিশ।

র‌্যাব ও কোতোয়ালী পুলিশ জানায়, সোমবার ভোরে নগরীতে ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ঝটিকা মিছিলের প্রধান ছিলেন ছাত্রলীগের এয়ারপোর্ট থানার সহ-সভাপতি রাকিবুল হাসান। তার নেতৃত্বে দরগাহ গেইট এলাকা থেকে ঝটিকা মিছিল বের হয়।

উল্লেখ্য, ওই দিন ভোরে 'সিলেটের মাটি, শেখ হাসিনার ঘাঁটি,' 'অবৈধ আইসিটি কোর্ট, জনগণ মানে না' 'হত্যাকারী খুনী ইউনূসের ফাঁসি চাই' সংবলিত ব্যানারে ঝটিকা মিছিল বের করা হয়, যার ব্যপ্তি ছিল কয়েক মিনিট।


আরো সংবাদ



premium cement