১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিলেটে বিজিবির অভিযানে ২ কোটি টাকার পণ্য আটক

সিলেটে বিজিবির হাতে ২ কোটি টাকার পণ্য আটক - ছবি : নয়া দিগন্ত

সিলেটে সুনামগঞ্জ ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে দু’কোটি টাকার চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার ও মঙ্গলবার (১৮ ও ১৯ নভেম্বর) দু’দিনে বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবি ও সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

বিষয়টি পৃথকভাবে নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো: হাফিজুর রহমান ও জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল খোন্দকার মো: আসাদুন্নবী।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবি সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী, কাশ্মীরি শাল, ক্লপ জি ক্রিম, মাই ফেয়ার ক্রিম, শীতের কম্বল, সাবান, অলিভ ওয়েল, রসুন, মদ, বিয়ার, বিড়ি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি ৪১ লাখ ৬২ হাজার ১৭০ টাকা।

অপরদিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবি সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন বিওপির সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস, চিনি, গরু-মহিষ, চা-পাতা ও মদ আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৪৮ লাখ ৪২ হাজার ৭৫০ টাকা।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল খোন্দকার মো: আসাদুন্নবী বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান বলেন, ‘ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


আরো সংবাদ



premium cement